পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উদ্বোধন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০১৯, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
রানা,পটুয়াখালী প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীয়া মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত পটুয়াখালী সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর বুধবার পটুয়াখালী সদর উপজেলা আয়োজনে সকাল ১০টায় উক্ত খেলার উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার। উক্ত খেলায় উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খাঁন, ১০ নং কালিকাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ তানভীর আহম্মেদ,কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির মৃধা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল আহেম্মেদ মোল্লা ,আরো উপস্থিত চিলেন শ্রমিকলীগের সভাপতি এ্যাড,মোঃ শাহিন মিয়া প্রমূখ। খেলায় ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থি ছিলেন। উক্ত খেলায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৮ দল অংশগ্রহন করে। রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ সাঈদুর রহমান, তাকে সহযোগিতা করেন কৃত্তিবাস পাল,মোঃ মঞ্জু মিয়া, মোঃ সুলতান আহম্মেদ। বিদ্যুৎ , সহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সবুজ।