নেছারাবাদ প্রতিনিধিঃ নেছারাবাদে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা ও মূল্য তালিকা না থাকা এবং দাম বেশী রাখার দায়ে ৯ দোকনীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যান আদালত।
সোমবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটওয়ারীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত উপজেলার পৌর শহরের মজগন্নাথকাঠি বন্দরে অভিযান চালায়। জগন্নাথকাঠি বন্দরের শাহীন ইলেক্ট্রনিক্স ৫ হাজার, খাইরুলের মুদি ষ্টেশনারী ৫ হাজার, পপুলার ষ্টোর্সকে ৫ হাজার, কাজী সুলতানের মুদি দোকানে ২ হাজার, রফিকের চালের দোকান-১ হাজার, জামানের মুদি দোকান ২ হাজার, তরিকের আড়ৎ ২ হাজার, দাদা ফ্যাশন-৫০০, আরমানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত লোক সমাগম ঠেকাতে জগন্নাথকাঠি বন্দরের মাছ ও সব্জির বাজার বাস ষ্ট্যান্ড এলাকা ও সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তরিত করা হয়েছে। মিয়ারহাট বন্দরের মাছ ও সব্জির বাজার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক
বিদ্যালয় ও চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে।