দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকায় সংখ্যালঘূ পরিবারের দোকান ঘর দখলের উদ্দেশ্য হামলা ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী যতিন মজুমদারকে প্রধান আসামী করে ওই সংখ্যালঘূ পরিবারের পাচ সদস্যর বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন হামলা মামলার প্রধান আসামী জহির হোসেনের স্ত্রী ফিরোজা বেগম। মামলার আসামীরা সকল্ইে এখন দশমিনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন। মামলার ঘটনায় সংখ্যালঘূ ওই পরিবারটি আতংকে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: আশিকুর রহমান দশমিনা থানাকে মামলাটি তদন্ত পূর্বক এজাহারের নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, মামলার আদেশ কপি এখনো থানায় এসে পৌছেনি॥
প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।
উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669/01711358963
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি। © বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত