এই স্টোরিতে তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘এক অনুপ্রেরণাদায়ী সফলতার গল্প। অটোরিকশা চালানো থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠা—আপনাকে শুভকামনা স্যার।’ একনাথ শিন্ডে একসময় পেশায় অটোরিকশা চালক ছিলেন।
এর আগে উদ্ধব ঠাকরের উদ্দেশে কঙ্গনা এক ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওতে সাবেক মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কঙ্গনা বলেছেন, ‘১৯৭৫ সালের পর এই সময় ভারতের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ২০২০ সালে আমি বলেছিলাম যে গণতন্ত্র হলো এক বিশ্বাস। আর ক্ষমতার অহংকারে যে এই বিশ্বাসকে ভঙ্গ করেছে, তার অহংকার চূর্ণবিচূর্ণ হওয়া অনিবার্য। এটা কোনো ব্যক্তির নিজস্ব শক্তি নয়। একজন মানুষের সততার শক্তি এখানে…।’
কঙ্গনাকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘ধাকড়’ ছবিতে। ছবিটি বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছিল। আগামী দিনে তাঁকে ‘তেজস’ ছবিতে দেখা যাবে। কঙ্গনা এই ছবিতে ভারতীয় বিমানসেনার বিমানচালিকার ভূমিকায় আসতে চলেছেন। ছবিটি এ বছর মুক্তি পাবে।