মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২০সেপ্টেম্বর) উপজেলার তারাটিয়া লালমাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২জন, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১জন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন।
কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা
পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাদে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।