দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনায় ইলিশের প্রধান প্রজনম মৌসুমে নদীতে মাছ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাত করন, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উপলক্ষে উপজেলা টাস্ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুব আলম তালুকদার ঝান্টা, দশমিনা থানা অফিসার ইনচার্জ এস,এম, জালাল উদ্দিন, স্থানীয় সাংবাদিক, রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ,টি,এম নাসির উদ্দিন, চরবোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির আহমেদ সরদারসহ আরো অনেকে। এ উপলক্ষ্যে দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ি এবং উপজেলা মৎস্য বিভাগ ব্যাপক তৎপরতাসহ নদী তীরবর্তী এলাকায় সভা সমাবেশ করে জেলেদের আগামী ০৯-৩০অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকার না করার জন্য বিশেষ ভাবে উদ্বুদ্ধ করে চলেছেন।