ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে লাখ লাখ টাকা বাণিজ্যের আশঙ্কা!
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯, ৯:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মু: মনিরুজ্জামান মুনির,সিনিয়র ষ্টাফ রিপোর্টার:- ঝালকাঠি জেলার শত শত প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে অবৈধ অর্থ বাণিজ্যের আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। শিক্ষা অফিস ও তাদের দালালরা ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে।
জানা গেছে,গত ১৩/১০/১৯ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার উপ-সচিব আছমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে
প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের সিদ্বান্ত নেয়া হয়। এর প্রেক্ষিতে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রত্যাশা নামের একটি কোম্পানির মাধ্যমে ঝালকাঠি জেলার চার উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপন করেন। দরদাম ঠিক না করেই ওই কোম্পানি ঝালকাঠি জেলার চার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনের জন্য কাজ শুরু করেছে।
ওই কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা বাবদ ৩০/৩২ হাজার টাকা নেয়া হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রতিবেদক কে জানিয়েছেন, ৫/৬ হাজার থেকে ১০/১২ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা পাওয়া যাবে। তবে সংশ্লিষ্ট শিক্ষা অফিস দালাল শিক্ষক নেতাদের মাধ্যমে তাদের মনোনীত কোম্পানি থেকেই ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনের জন্য তাগাদা দিচ্ছে। শিক্ষা অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপ মানি থেকে ৩০/৩২ হাজার টাকা কেটে রাখা হবে। এখনই টাকার জন্য চাপ বা তাগাদা নেই কোম্পানি বা দালালদের।