শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



জেল জরিমানা উপেক্ষা তেতুঁলিয়ায় মা ইলিশ নিধন
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০১৯, ৬:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেল জরিমানা উপেক্ষা তেতুঁলিয়ায় মা ইলিশ নিধন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে অবরোধের আর মাত্র ৫দিন বাকি তবে জেল জরিমানাও থামছেনা মা ইলিশ নিধন। দ্রুতগামী নৌযান না থাকার ও জনবল সংকটের কারনে মা ইলিশ নিধন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। নদীর একদিকে অভিযান পরিচালনা করলে অপরদিকে জাল ফেলে কতিপয় অসাধু ব্যক্তিদের যোগসাজেশে জেলেরা মা ইলিশ নিধন করছে। ওইসব অসাধু ব্যক্তিরা নদীর পারে পাহারা বসিয়ে সার্বক্ষনিক নজরে রাখছে প্রশাসনে লোকজনের উপর। উপজেলা মৎস্য টার্স্কফোর্স, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন দেখলে মোবাইল কিংবা লেজার লাইট দিয়ে সংকেত দিলে জেলেরা নিরাপত্তায় পালিয়ে যান।

টার্স্কফোর্সের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযান না যেন আমাদের শারিরীক ও মানসিক কষ্ট দেওয়া ছাড়া কিছুই নয়। তিনি বলেন, নদীতে যেসব ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করা হয় তার চেয়ে বেশী দ্রæতগামী জেলেদের ট্রলার। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া, ঢনঢনিয়া, আমবাড়িয়া, কেদির হাট, গোলখালী, রণগোপালদীর আউলিয়াপুরসহ ৭টি পয়েন্টে নিধনকৃত মা ইলিশ বেচাকেনা। নলখোলা বন্দরের আবুল বশারজানান, তিনি প্রায় ২কেজি ওজনের ১৩হালি মা ইলিশ আউলিয়াপুর বেড়ীবাধঁ থেকে ৭হাজার ক্রয় করেন। বাশঁবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন স্থানীয় সংবাদকর্মীদেরকে জানান, নৌ- পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কতিপয় লোকদের যোগসাজেশে কতিপয় অসাধু জেলেরা নদীতে মা ইলিশ নিধন করে আসছে। ওই ইউপি চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুর আলম তালুকদার জানান, ওই ইউপি চেয়ারম্যান লোকজন দিয়ে মাছ ধরান। মা ইলিশ রক্ষায় অপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। দশমিনা নৌ- পুলিশ ফাড়িঁ ইনচার্জ এস,আই উত্তম জানান, একটি স্বার্থনেষীমহল অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমরা এ পর্যন্ত অভিযান চালিয়ে ৫৭জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া ৪৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়েছে এবং ৭টি ট্রলার জব্দ করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার শূভ্রা দাস জানান, দ্রতনৌযান, জনবল, বাজেট কম থাকায় সমস্যা হচ্ছে মা ইলিশ রক্ষায় আর বাজেট বেশি প্রতিরোধ করা সম্ভাব।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুউল্ল্যাহ জানান, জনবল সংকট, দ্রতনৌযান না থাকায়, বাজেট অপ্রতুল ও কোষ্টগার্ডের স্বল্পতার কারনে এমন সমস্যা হচ্ছে। পর্যাপ্ত জনবল ও বাজেট পেলে প্রতিরোধ করা সম্ভাব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া