জাজিরায় ৬ জন নিহতের ঘটনায় মামলা
|
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ট্রাকচালককে অজ্ঞাত আসামি করে গত বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলাটি করেন অ্যাম্বুলেন্সচালক রবিউল ইসলামের ছোট ভাই ইয়াছিন হাওলাদার। আরও পড়ুন: বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত -৬
শনিবার তিনি সমকালকে বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ট্রাকচালক অবৈধভাবে সড়কের পাশে ট্রাক পার্ক করেছিলেন। আরও পড়ুন: বন্ধুর মায়ের চিকিৎসা করাতে গিয়ে সাংবাদিক মাসুদ রানা ফিরলেন লাশ হয়েএ সময় তিনি কোনো জরুরি বাতিও জ্বালাননি। সড়কের পাশে ট্রাক থামিয়ে রেখে ঘুমানোর নিয়ম নেই। আর এ কারণেই ট্রাকটি দেখতে না পেয়ে পেছনে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সচালকসহ ৬ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইয়াছিন। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ‘পরোপকারী’ রাব্বির মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসীশিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেছেন নিহত অ্যাম্বুলেন্সচালকের ভাই। আরও পড়ুন: ২৬ ঘণ্টা নির্ঘুম ছিলেন চালক : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬বাদীর অভিযোগ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। ট্রাকচালককে এখনও শনাক্ত করা যায়নি। তাই এই মামলায় তাঁকে অজ্ঞাত আসামি করা হয়েছে। |