শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছয়জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ট্রাকচালককে অজ্ঞাত আসামি করে গত বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলাটি করেন অ্যাম্বুলেন্সচালক রবিউল ইসলামের ছোট ভাই ইয়াছিন হাওলাদার।
শনিবার তিনি সমকালকে বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ট্রাকচালক অবৈধভাবে সড়কের পাশে ট্রাক পার্ক করেছিলেন।
এ সময় তিনি কোনো জরুরি বাতিও জ্বালাননি। সড়কের পাশে ট্রাক থামিয়ে রেখে ঘুমানোর নিয়ম নেই। আর এ কারণেই ট্রাকটি দেখতে না পেয়ে পেছনে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সচালকসহ ৬ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইয়াছিন।
শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেছেন নিহত অ্যাম্বুলেন্সচালকের ভাই।
বাদীর অভিযোগ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। ট্রাকচালককে এখনও শনাক্ত করা যায়নি। তাই এই মামলায় তাঁকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com