সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা খেয়াঘাট সংলগ্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাসনের জন্য স্লুইজ গেট নির্মাণ কর হয়েছিলো নির্মিত স্লুইজগেট ভেঙে পড়ায় গ্রামবাসিসহ শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ওয়াপদা বেড়ি বাঁধের সাথে সংযোগ রাস্তাটি স্থানীয় গ্রামবাসিদের চলাচলের জন্য একমাত্র অবলম্বন।
ওই স্লুইস গেট ভেঙ্গে থাকার ফলে গ্রামবাসিসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে ঐ সাকোঁ উপর দিয়ে চলাচল করছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, স্থায়ীয় কিছু প্রভাব শালি আওয়ামী-লীগ নেতা সহ দীর্ঘদিন যাবৎ কিছু স্বার্থান্বেষী মহল ফসলি জমিতে স্লুইজগেট দিয়ে লোনা পানি তুলে চিংড়ি মাছ চাষ করে আসছিল।
এর ফলে স্থানীয় গ্রামবাসিদের বসতঘর, ক্ষেত খামারসহ ফসলের চরম ক্ষতি হচ্ছিল। বাধ্য হয়ে এলাকার সচেতন ব্যক্তিরা ঘেরে লোনা পানি তুলে মাছ চাষে বন্ধের জন্য পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙ্গাবালীর সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেয় পরে সংসদ সদস্য মহিবুর রহমান মহিব সাহেব চর আন্ডার সকল ঘের উনমুক্ত ঘোষন দেন। তবুও স্বার্থন্বেশী ঘের ব্যবসায়িরা নির্দেশ অমান্য করে স্থানীয় আওয়ামী-লীগ নেতাদের সাথে যোগসাজশে পূনরায় ঐ খালে লোনা পানি উত্তোলণ করে। অতিরিক্ত পানি উঠানোর ফলে ওই স্লুইস গেটের নিচ দিয়ে মাটি সরে যেয়ে স্লুুইসগেট ভেঙ্গে পড়ে।
ফলে গ্রামের মানুষ ও স্কুল, কলেজ শিক্ষার্থীদের চলচলের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত মেরামতের কোন ধরণের উদ্যোগ গ্রহন করেনি।