ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গলাচিপায় ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০১৯, ৬:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘূর্ণিঝড় বুলবুল উপকূলীয় গলাচিপা উপজেলায় আঘাত হানে। রবিবার দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়। এর প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ৬ হাজর ৬৭০ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে যার আর্থিক মূল্য ২৯ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা। ৭২ হেক্টর জমির খেসারী ডাল, ৪০ হেক্টর জমির ফেলন ডাল এবং ১৭৬ হেক্টর জমির শাক সবজির ক্ষতি হয়েছে যার আর্থিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া উপজেলার পানপট্টি ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্মের টিনসেড ঘর বিধ্বস্ত হয়ে ৫০০ মুরুগি মারা যায়।