গলাচিপায় শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে গলাচিপা উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালী।
পটুয়াখালীর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এর উদ্দ্যেগে সোমবার বিকেল পাঁচটার গলাচিপা সরকারী ডিগ্রী কলেজে বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের দিগ নির্দেশক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজির রহমান এর রত্ন কন্যা শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্তমান ও আগামী প্রজন্মকে শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে এক বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন।
সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রতিবেদক কে বলেন, জননেত্রী শেখ হাসির ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে দেশবাসীকে হাজারো ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এদিনটিকে স্বরনীয় করে রাখতে মিলাত ও দোয়া সহ বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহন করেছি, এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপজেলা ছাত্রলীগ।
এসময়ে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি হাসান সাধারণ সম্পাদক বাপ্পি হাওলাদার কলেজ শাখার সভাপতি রনি খান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।