সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী ) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আলম হাং (৩০), খোকন হাং (৩৫) আহত হয়েছে। আহতরা হচ্ছেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের গোড়াশাল গ্রামের ২ নং ওয়ার্ডের লাল মিয়া হাং এর ছেলে। প্রতিপক্ষরা হচ্ছেন একই বাড়ীর লালমিয়া হাং এর বড় ছেলে আঃ রব হাং (৪৬) ও তার ৩ ছেলে ফিরোজ হাং , নাজমুল হাং, আসাদুল হাং।
আলম হাং জানান, রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে রব হাং ও তার ৩ ছেলে আমকে ও আমার ভাই খোকন হাং কে হাতে থাকা দাঁ দিয়ে আমাদেরকে কোপ দেয়। পরে আমরা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে আলম হাং ও খোকন হাংভর্তি আছেন।
আলম হাং এর মাথায় ৬ টি সেলাই আছে এবং খ্কোন হাং এর মাথায় ৫ টি সেলাই আছে। এ বিষয় নিয়ে আঃ রব হাং এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য মোহন মাঝি ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ আখতার মোর্শেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।