গলাচিপায় পৌর মৎসজীবী লীগের কর্মীসভা ও কমিটি পুনঃগঠন ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০১৯, ৫:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালীঃ
“মাছে মাছে গর্বদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, সাগর-নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে”। এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গলাচিপা পৌর শাখার আয়োজনে, সোমবার বিকাল ৩ টায় গলাচিপা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের কর্মীসভা ও কমিটি পুনঃগঠনের অনুষ্ঠানে, গলাচিপা পৌর মৎসজীবী লীগের সভাপতি আ.লতিফ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। উক্ত সভায় পৌর মৎসজীবী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান বক্তা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, কোন প্রকার ভুঁইফোড় অনুপ্রবেশকারী আওয়ামী লীগ যেন স্থান না পান সে দিকে খেয়াল রেখে কমিটি পুনঃগঠন করতে হবে।