পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিবার পরিকল্পনা সহকারীদের ৪র্থ শ্রেনী চিহিৃত করে পত্র জারির প্রতিবাদে সকাল ১০টায় গলাচিপা হাসপাতাল কমপ্লেক্সের সামনে তারা এ কর্মসূচী পালন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি গলাচিপা উপজেলা শাখা সভাপতি আমেনা আক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাঃ রাজিয়া খাতুন পরিচালনায় সদস্য মহারানী, আঞ্জুমান আরা, সাবিনা ইয়াসমিন, ডলি আকাক্তার, রেশমা আক্তার, পপি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময়ে বক্তরা বলেন, মনানীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেনী প্রথা উঠিয়ে দেওয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর এ ৫৯.১১.০০০০.১১০ .০০১. ২০১৮-২৩৭৪ নম্বর স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেনী চিহিৃত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা অধিদপ্তরের জারিকৃত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।