সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গুশাসন ও আইনের শাসন রাজনৈতিক চুক্তির প্রস্তাব, প্রধানমন্ত্রীর দুনীতি বিরোধী শুদ্ধি অভিযানে জাসদের সমর্থেনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা জাসদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক অবিন্যাশ হাওলাদার, উপজেলা সিপিপি এর সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা জাসদের সহসভাপতি আব্দুল বারেক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম খলিফা, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. লাল মিয়া, উপজেলা সিপিপি নেতা আনোয়ার হোসেন শিপন, সদর ইউনিয়নের সভাপতি মো. মিলটন তালুকদার প্রমুখ।