গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত! হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০১৯, ২:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে এলাকাবাসি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের চৌকিদার বাড়ির কালাম চৌকিদার (৬৫), শাহআলম চৌকিদার (৭০), লাল ভানু বেগম (৫৫) ও ইলিয়াস চৌকিদার (৩৬)। শাহআলম চৌকিদার জানান, বুধবার বাড়ির উত্তর পাশে একই এলাকার ইউনুস ফকির, শাহা ফকির, ফারুক ফকির, মঈন ফকির, কবির ফকির ও ইলিয়াস হাওলাদার এরা একত্রিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাদেরকে বাংলা দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে।
পরে আমাদের ডাকচিৎকারে এলাকাবাসি এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মোস্তফা সিকদার জানান, আমার চিকিৎসাধীনে ৪ জন রোগি ভর্তি আছে।
কালাম চৌকিদার গুরুতর আহত হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ খলিফা। ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাটি শুনেছি জমি সংক্রান্ত বিরোধে এ মারামারি।
এ বিষয়ে শাহআলম চৌকিদার গলাচিপা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ বলেন, ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।