গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ৯ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হারুন হাং বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং সি আর ৫০৮/১৯। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন মোনাসেফ হাং , মোতালেব হাং , এছাহাক তাং, ছালাম মুন্সি , বশার মুন্সি, সাইদুল মুন্সি, হাসান তালুকদার, জাহিদ প্যাদা, লাল মিয়া। মোনাছেফ হাং বলেন, গলাচিপ উপজেলা সেচ কমিটির সভায় সভার কার্য বিবরণী গলাচিপা নির্বাহী অফিসার দপ্তর গলাচিপা ২৭/০১/২০১৯ উপজেলা কৃষি কর্মকর্তা সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি উপজেলা সেচ সভাপতিত্বে বিএডিসি’র সহকারী প্রকৌশলী ও সদস্য সচীব উপজেলা সেচ কমিটির সভাপতি। মোতালেব হাং জানান, সরকারী প্রকল্পের কাজ খাল খনন করা। খালের দু পাশে আমাদের বাড়ী ঘর থাকায় আমাদের বিরুদ্ধে মামলা করে হারুন হাং । এ বিষয়ে আমরা গ্রামের সকলে মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার বিকাল ৩ টায় উপজেলা চত্ত¡রে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করব। এ সময়ে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হাং, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ হালিম হাং সহ শত শত এলাকার জনসাধারন।