কথা দিয়েছিলে কথা রাখবে
থাক না প্রশ্নগুলো এলো মেলো
এসব কথা টানলে পরে
হবে সব এলোমেলো
কৃষ্ণচূড়া মতো ঝরে পড়ছে কথাগুলো,
ভালবাসতে বাসতে মরে গেলে তাকে বিরহ কেন বলো?
বৃক্ষের ছায়া বলতে পারো
ভালবাসার অঙ্কন,
মর্মে মর্মে গেঁথে দিতে পারো স্নেহের বন্ধন।
আগুন লাগা বনের মতো নিজেকে উজাড় করাকে
বলোনা উম্মাদনা
সে তো হৃদয়ের সাধ-রূপ মনের বাসনা।
মনকে দেয়া প্রতিশ্রুতি
প্রশ্নরূপে বহমান
আকাঙ্ক্ষা ইচ্ছে দেনা হয়ে থাক