নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অধরা খান। মাতালখ্যাত এই নায়িকাকে এবার শফিক হাসান পরিচালিত ‘দ্য ফ্রড’ (বাটপাড়) সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে। এ সিনেমায় আল্ট্রা মডার্ন চরিত্রে তাকে দেখা যাবে।
বুধবার সন্ধ্যায় সিনেমাটিতে অভিনয়ের জন্য অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন অধরা।
এ তথ্য নিশ্চিত করে নির্মাতা শফিক হাসান বলেন, ‘ইতোমধ্যে আমরা অধরাকে চুক্তিবদ্ধ করেছি।’ তবে ছবির নায়ক ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না তিনি।
এই নির্মাতা বলেন, ‘চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হলেই এ বিষয়ে সবাইকে জানাব। কারণ অফিসিয়ালি চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়ায় কারো নাম বলা ঠিক হবে না। শুধু বলতে চাই, ছবির কাস্টিংয়ে বেশ কিছু চমক থাকছে। সব ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষদিকে ছবির ক্যামেরা ওপেন হবে। এর আগে আমার আরেক ছবি বাহাদুরির পোস্ট প্রডাকশনের কাজ শেষ করতে চাই।’
দ্য ফ্রড ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা অধরা বলেন, ‘সিনেমাটির গল্প খুবই সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। তবে ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। এটুকু বলতে পারি, আমার চরিত্রটা খুবই আল্ট্রা মডার্ন। আশা করছি, গুণী নির্মাতা শফিক হাসান দর্শকদের নিরাশ করবেন না।’
এদিকে সম্প্রতি অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি সেন্সর পেয়েছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এই নায়িকা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলেও জানান অধরা। সুলতানপুরে অধরা ছাড়াও আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে অভিনয় করেছেন।