তিনি জানান, সোমবার ঠান্ডা, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হওয়ায় তার স্যাম্পল সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তিনিসহ তার পরিবারের চার সদস্যকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার তার পরিবারের অন্যদের নমুনা নেয়া হবে এবং তার সংস্পর্শে যাওয়া সাংবাদিকদেরও স্যাম্পল নেয়া হবে।