গাজীপুর সংবাদদাতা : ৭১ টিভি ও দৈনিক মানব জমিন পত্রিকার (ষ্টাফ রিপোর্টার ) গাজীপুর প্রতিনিধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ঠান্ডা, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হওয়ায় তার স্যাম্পল সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তিনিসহ তার পরিবারের চার সদস্যকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার তার পরিবারের অন্যদের নমুনা নেয়া হবে এবং তার সংস্পর্শে যাওয়া সাংবাদিকদেরও স্যাম্পল নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com