আমার সব অভিমান লুকিয়ে থাকে
আমার চোখের আড়াঁলে,
হয়তো তুমি বুঝতে পারতে
জল ছল ছল চোখে দাড়াঁলে।।
আমার হৃদের ক্ষত দেখলে
হয়তো উঠবে চমকে,
গভীরতা দেখতে পেলে
উঠবে ও বুক ছমকে।।
নিরবতা ভেঙ্গে যখন
কাঁদতাম মুখ লুকিয়ে,
ভাবতে তুমি অভিমানে
রয়েছি মুখ ঘুরিয়ে।।
আমার ব্যথার রং লুকিয়ে
রংধনুর ঐ রঙ্গে,
সকল ব্যথা আড়াল করে
হাসছি নানান ঢঙ্গে।।
বুঝবে সেদিন থাকবনা আর
যেদিন আমি ভুবনে,
কেঁদে কেঁদে ভাববে কত ভিন্ন-
ছিলাম তুমি আমি দু’জনে।।