যে সময় কথা বলে, আছি তার অপেক্ষায়!
সময়ের স্রোতে দ্বিধান্বিত মন সংশয়ে ভোগে কাঠগড়ায়।
নির্মম সময় কথা বলে উঠুক পাতাঝরার দিনের কান্নায়, বসন্তদিনের ছায়ায়, শরৎ এর নীল সাদা মেঘের ভেলায়!
আমি উড়তে চাই পাখির ডানায়,
দৌঁড়াতে চাই প্রজাপতির মায়ায়,
নিস্পাপ হাসির প্রতিধ্বনি শুনতে চাই বুকের গহীনে,
মন উজাড় করা কান্নায় ভালোবাসতে চাই!
বিশ্বাস করো, আমি নির্ভার হতে চাই !
হৃদয়ের উষ্ণ অনির্বাণ আলোয় নিজেকে পুড়িয়ে
নিখাদ হতে চেয়ে প্রায়শ্চিত্তের তাপে জ্বলে যাই !
জীবনে তবু ভালোবেসে যাই, ভালোবাসা চাই ।
নিজেকে নিয়ে ভালো থাকা নয়,সবাইকে ভালোবেসে
ভালো রাখার জন্য এক জীবন উৎসর্গ করে যেতে চাই।
স্নিগ্ধ মোম শেষ হতে থাকে নিজেকে পুড়িয়ে আলো করে
উপমাটা বেশ লাগে নিজেকে উষ্ণ মায়াবী মোম ভেবে !
নির্ঘুম রাত পেরিয়ে সোনালী ভোরে জীবনের মাস্তুল
হাতছানি দেয় আবারো জোরালো হাতের নাবিক হতে।
ছেড়ে দিয়েছি সব অপ্রতিরোধ্য সময়ের হাতে,
সময় কথা বলবে তাই চেয়ে থাকি অপলকে।