DYDF ময়মনসিংহ এর “খাদ্য অধিকার আইন প্রণয়ন কর” নামক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২১, ৯:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
৩০শে অক্টোবর ২০২১ ইং তারিখ, রোজ শনিবার, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- ময়মনসিংহ, কর্তৃক ত্রিশাল উপজেলার কৃষকদের নিয়ে আয়োজিত ❝খাদ্য দিবস ২০২১❞ উদযাপন উপলক্ষ্যে খাদ্য অধিকার আইন প্রণয়ন কর ‘সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ১০০ জন কৃষক নিয়ে, ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে, সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সংঘটিত হয়েছে।
উক্ত আয়োজনের ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন জনাব ফখরুল ইমাম (মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ ৮) এবং
অমিয় প্রাপণ অর্ক (এক্সিকিউটিভ ডিরেক্টর, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি) আয়োজনে
প্রধান অতিথি হিসেবে ছিলেন
আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ
(মেয়র, ত্রিশাল পৌরসভা), বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রাশেদুল হাসান বিপ্লব
(প্যানেল মেয়র -০১, ত্রিশাল পৌরসভা) এবং
মানিক সাইফুল (প্যানেল মেয়র -০২, ত্রিশাল পৌরসভা)।
এছাড়াও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ময়মনসিংহের সভাপতি মুনমুন সরকার ও সাধারণ সম্পাদক মির্জা শাকিল সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন রাফিয়া ইসলাম ভাবনা (সদস্য, ডিওয়াইডিএফ ময়মনসিংহ)।
গ্রামীণ ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নত, সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তা ফুটে ওঠে আলোচনা সভায়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত আলোচনা সভা সুসম্পন্ন হয়।