উজিরপুরে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: ২৪ জুলাই, ২০২০, ১১:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাজমুল হক মুন্নাঃ
বরিশালের উজিরপুরে বিয়ের একদিন পূর্বে ৫১ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী মিরাজ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসানের নির্দেশে ২৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশের এস.আই কামাল হোসেন,এ,এস,আই বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, প্রদীপ কুমার, মামুন মিলে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের রুহুল আমিন তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী মিরাজ তালুকদার (২৭) কে নিজ বাড়ি থেকে তল্লাসি চালিয়ে ৫১পিস ইয়াবা ও নগদ ৬ হাজার ২শ ৮৩টাকাসহ তাকে গ্রেফতার করে।২৪ জুলাই এস,আই কামাল হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মিরাজ তালুকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে ওসি মোঃ জিয়াউল আহসান জানান, মিরাজ তালুকদারকে মাদকসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা নেয়া হয়েছে।ইতিমধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানানম উজিরপুরকে শতভাগ মাদকমুক্ত করতে আমাদের পুলিশের প্রতিনিয়ত মাদক অভিযান অব্যাহত রয়েছে। আমাদের মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের ব্যাপারে কোন সুপারিশ আমলে নেয়া হবে না।