নলছিটিতে খাল থেকে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
প্রকাশ: ৯ জুলাই, ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মিলন কান্তি দাসঃ
নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শিক্ষার্থী ফারজানা আক্তার( ১৫)’র লাশ ৩ দিন পর খাল থেকে উদ্ধার করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নাচনমহল খাল থেকে ওই স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় জানান মোল্লারহাট ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোহম্মদ কবির হোসেন।
জানা গেছে গত ৭ জুলাই মঙ্গলবার ফারজানা প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে যায়। ধারনা করা হচ্ছে পা ধুতে গিয়ে তার একটি জুতো পা ফসকে খালে পড়ে যায়। জুতো তুলতে গিয়ে পানিতে পড়ে নিখোজ হয় ফারজানা। সে সাঁতার জানতো বলে জানান সংবাদকর্মী মনির হোসেন। নিখোঁজের তিন দিন পর আজ ৯ জুলাই সন্ধ্যা সাতটায় নাচনমহল খাল থেকে ফারজানার মরদেহ উদ্ধার হয়।