গত ২৫ জানুয়ারি বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর পর্দায় এসে বক্স অফিসে যেন ঝড় তুলেছেন কিং খান। মুক্তির প্রথম দুই দিনই ’পাটান’ সংগ্রহ করে ২২০ কোটি রুপি। আর চতুর্থ দিনে গিয়ে সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৪১৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার বেশি।
বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন, চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ‘পাঠান’ সর্বকালের সেরা উপার্জনকারী সিনেমা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে। পাঁচ দিনে শাহরুখ খানের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমাও হবে ‘পাঠান’।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমা ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন। আর প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। এতে সালমান খান রয়েছেন অতিথি চরিত্রে।
অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে আরও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর।