টানা ১৫ বছর পর ঢাকা-রায়েন্দা ভায়া ইন্দুরকানী রুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার বিকাল আড়াইটায় রায়েন্দা থেকে এমভি পূবালী-৭ নামে একটি দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০০৭ সালে সিডরের পর থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ বছর পর শুক্রবার থেকে এ লঞ্চ চলাচল আবার চালু হলো।
জানা গেছে, ২০০৭ সালের প্রলংকরী ঘূর্ণিঝড় সিডরে এতদঞ্চলের কলা, নারকেল, সুপারি ও আমড়া গাছের ব্যাপক ক্ষতি হয়। এ রুটের লঞ্চগুলো যাত্রীর পাশাপাশি এসব কাঁচামাল পরিবহন করে মুনাফা অর্জন করত। সিডরে এসব কাঁচামালের উৎস্য শেষ হয়ে যাওয়ায় লঞ্চগুলোর লোকসান হতে থাকলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বর্তমানে ঢাকা-রায়েন্দা রুটে এমভি পূবালী-৭, এমভি মানিক-১ এবং এমভি রেডসান-৫ এই তিনটি লঞ্চ থেকে আপ ও ডাউনে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করবে। যাত্রা পথে লঞ্চগুলো বড়মাছুয়া, ইন্দুরকানী, চরখালী, বেকুটিয়া, কাউখালী, শেখেরহাট, বরিশাল, চাঁদপুর ও ফতুল্লা ঘাটে ভিড়বে।