১১৯টি পরিবারকে এক মাসের খাবার দিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন
প্রকাশ: ১৭ মে, ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬টি গ্রামের দুঃস্ত অসহ্য়া ১১৯টি পরিবারকে এক মাসের খাবার দিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন। সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে ফাউন্ডেশনের সদস্য সৈয়দ শিপু সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরন করেন।
গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া ও গৈলা গ্রামের ১১৯টি পরিবারকে এক মাসের খাবার দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫ কেজি, আলু ৫ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ কেজি, ছোলা ১ কেজি, চিরা ১কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২টা।