বড় ধরনের হ্যাকিংয়ের কবলে পড়ল জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার। ফাঁস হয়েছে গিয়েছে ২০ কোটিরও বেশি টুইটার অ্যাকাউন্টে থাকা তথ্য ও গ্রাহকদের ই-মেইল অ্যাড্রেসও।
একটি অনলাইন হ্যাকিং ফোরামে সমস্ত তথ্য প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হ্যাকিংয়ের ফলে টুইটারের মাধ্যমে সরকার বিরোধিতা কিংবা প্রভাবশালীদের জনসমক্ষে সমালোচনা করেন যাঁরা, তাঁরা চাপে পড়তে পারেন।
এক ইজরায়েলি সাইবার সুরক্ষা-নজরদারি ফার্মের যুগ্ম প্রতিষ্ঠাতা অ্যালন গলের দাবি, এটা সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনা।
twitterতবে এখনও পর্যন্ত টুইটারের পক্ষে এই হ্যাকিং নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এই হ্যাকিংয়ের রিপোর্ট প্রকাশ্যে এসেছে প্রায় ২ সপ্তাহ হয়ে গিয়েছে। সব মিলিয়ে ২৩ কোটি ৫০ লক্ষ টুইট ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে বলে দাবি।
আশঙ্কা করা হয়েছে, ইমেইল অ্যাড্রেস হাতিয়ে নিয়ে পাসওয়ার্ড পাল্টে হ্যাকাররা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সব মিলিয়ে হ্যাকিংয়ের ঘটনা ঘিরে নানা ধরনের আশঙ্কাই তৈরি হয়েছে।