হে আল্লাহ! করোনাভাইরাস মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ! আমাদের পাপের কারণে মসজিদের নামাজের জামাত থেকে বঞ্চিত করো না। হে আল্লাহ! আমাদের ও মুসলিম উম্মাহকে সব ধরনের মহামারী ও দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। হে আল্লাহ! আমাদের তাওবা কবুল করুন। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই। হে আল্লাহ! তুমি ছাড়া আর কে আছে ? যার কাছে আমারা সাহায্য চাইবো?
আজ ১ আগষ্ট রোজ:রবিবার মগরিব নামাজ বাদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও গ্রামবাসীসহ সারা পৃথিবীর উম্মতের জন্য উওর বেতাগী সিকদার বাড়ি জামে মসজিদের মোঃ মুজিবুর হাওলাদারের এর উদ্যোগে মোঃ ওহাব হাওলাদার সভাপতিত্বে বেতাগী দারুস সুন্নাত সাইদিয়া দীনিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উওর বেতগী গ্রামের দাড়ি পাকা মুরব্বিরা সহ সকল জনসাধারণ। দোয়া মিলাত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ৬ নং ওয়ার্ড নবনির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান মিলন তালুকদার।
মসজিদের ইমাম ও খতীবরা মহান আল্লাহপাকের কাছে রোনাজারি করে বলেন, করোনাভাইরাসের গজব থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে মুক্তি দাও। তোমার এ গজব আমরা সহ্য করতে পারবো না। হে ক্ষমাশীল রব! তুমি তো দয়ার সাগর। তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ করো না। বাদ মাগরিব উওর বেতাগী সিকদার বাড়ি জামে মসজিদের করোনাভাইরাস মহামারী থেকে হেফাজতের জন্য মোনাজাত পরিচালনা করেন অএ অনুষ্ঠানের সভাপতি মোঃ ওহাব হাওলাদার।