নিজস্ব প্রতিবেদকঃ
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় নয়জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৬ জুন) নগরের রূপাতলী, সদর রোড, পুলিশ লাইন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।এসময় সাত পথচারী, ক্রেতা ও এক ওষুধের দোকানের বিক্রয়কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সদস্যরা।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, জনস্বার্থে এবং করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও নির্মূল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।