সূর্য তরঙ্গ সেবা সংঘের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে শুভেচ্ছা প্রদান
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার : বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারকে ফুলের শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্য তরঙ্গ সেবা সংঘ। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় তাকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
জেলা প্রশাসকের কাছে সংগঠনের বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকান্ড তুলে ধরা হয়। সংগঠনের সামাজিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ মিরাজ হোসেন, সদস্য সুলতান আহমেদ, আরিফ হোসেন প্রমুখ।