স্টাফ রিপোর্টার : সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্য তরঙ্গ সেবা সংঘের উদ্যোগে ২৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের অসহায় দুস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সূর্য তরঙ্গ সেবা সংঘের সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ, মোঃ আব্দুর রহমান রবিন, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়ক মোঃ সিয়াম হোসেন প্রমুখ।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সবাইকে মানবিক কাজে আহবান করে সংগঠনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সমাপ্ত করেন এবং সকলকে দরিদ্র, অসহায় নিপীরিত, শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।