পটুয়াখালীতে এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেরানির কিল-ঘুষিতে একই লঞ্চের সুপারভাইজার আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক মারা গেছেন। লঞ্চের কেবিন বণ্টন নিয়ে কেরানি মো. মশিউর রহমান ও কেবিন সুপারভাইজার আব্দুর রাজ্জাকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে কেরানি মশিউরের কিল-ঘুষিতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। লঞ্চটি ঘাটে আটকে রেখেছে পুলিশ।
এদিকে আব্দুর রাজ্জাক নিহত হওয়ার খবরে হত্যাকারীর গ্রেপ্তার ও বিচার দাবিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে লঞ্চঘাট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মো. রেজাউল করিম শোয়েব প্রমুখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেবিন বুকিং নিয়ে লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঙ্গে কেরানি মশিউর রহমানের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কেরানি মশিউর উত্তেজিত হয়ে রাজ্জাককে কিল-ঘুষি মারতে থাকে। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আব্দুর রাজ্জাক গত কয়েক মাস পূর্বে হার্টে রিং পড়ান এবং শারিরীকভাবে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে এমভি সুন্দরবন লঞ্চের পটুয়াখালীর কেবিন বুকিং ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, ‘মশিউর ও রাজ্জাকের মধ্যে মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে বলে শুনেছি।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কেরানি মশিউর রহমান ও লঞ্চের সুপারভাইজার মো. ইউনুচকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই লঞ্চটি ঘাটে আটকে রাখা হয়েছে।