মিলন কান্তি দাসঃ
“মুজিব শতবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” স্লোগানে সিদ্ধকাঠী ইউনিয়ন ছাত্রলী’র সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুন’র নেতৃত্বে ওই ইউনিয়নে শতাধিক বৃক্ষ রোপণ হয়।২৪ জুলাই শুক্রবার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হয়। প্রধানমন্ত্রী’র ১ কোটি বৃক্ষরোপণের মহৎ অঙ্গীকারকে সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় করোনা সংকটের মধ্যেও ঝালকাঠি জেলা ছাত্রলীগ ও নলছিটি উপজেলা ছাত্রলীগ’র পরামর্শে সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগ শতাধিক গাছ লাগিয়েছে।এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মাহামুদ খান, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম টিপু ও গোলাম আযম শহীদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শাকিল বেপারী,রোমান খান, ছাত্রলীগের মাসুদ পারভেজ, উজ্জ্বল হোসেন, কিরন হাওলাদার, জাকির হোসেন, রেদোয়ান খান রাব্বি, হাবিবুর রহমান বাবু, ফাইজুল আলম, পারভেজ মাঝি, শাকিল খান, তুর্য শিকদার, শাহাজাদা খান, রায়হান হাওলাদার,রবিউল হাওলাদার, আসিব হাওলাদার, রাসেল সিকদার, মেহেদী হাসান, সাগর খান, সাকিব হাওলাদার, ইমরান হাওলাদার প্রমুখ।