বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক, সাংবদিক বেলায়েত বাবলুর মাতা রেবা বেগম আর নেই। তিনি আজ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে বেলা ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহে —-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার পুত্র সন্তান ,স্বামীসহ অসংখ্য গুনগ্রাঞী রেখে গেছেন। তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।