শাহাদাত হোসেন রুবেল, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় দুই দিন পরে আরো দুজনের মরা দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু দুই ব্যক্তি হলেন মালা বেগম মাঝের চর এলাকার সাইফুলের স্ত্রী অন্যজন হলেন ইয়াসমিন একই এলাকার বাসিন্দা।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান গত শুক্রবার গজারিয়া নদীতে মাঝেরচর থেকে দরিচর খাজুরিয়া যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল তিনজন শনিবার দুপুরে সাত কিলোমিটার দূরে থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার হয় সর্বশেষ আজকে দুই ব্যক্তির মরা দেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।