মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে এক ভুয়া সাংবাদিকসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার রাফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৮), গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের তরিকুল ইসলাম (২৫), কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামের আলতাফ মণ্ডল (৬০), একই গ্রামের শাহ জামাল, বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন (৩০) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের সালাউদ্দিন (৪০)। শাহ জামালের কাছ থেকে একটি স্থানীয় দৈনিকের আইডি কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রাফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ডাকাতি করতেন। সে ট্রাকে গাছ ও দেশিয় অস্ত্র থাকতো। সম্প্রতি গাংনী উপজেলার দেবীপুর গ্রামের একটি সড়কে রাতে গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুগীন্দা গ্রাম থেকে প্রথমে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।