বরগুনার বেতাগীতে সাপ্তাহিক বাজারের দিনে উপচে পড়া ভীড় দেখা গেছে । উপজেলার বেতাগী ও বুড়ামজুমদার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হাট বসে আজ। বাজার ঘুরে দেখা যায় অধিক জনসংখ্যার সমাগম। অনেকের মূখে দেখা যায়নি মাক্স। খোলা ছিল বেশ কিছু দোকান।
পৌর শহরের আশপাশের প্রধান প্রধান রাস্তায় দেখা গেছে অধিক যানবাহন। উপজেলা প্রশাসন মাঠে থাকলেও তেমন কোন কার্যকারিতা দেখা যায়নি। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সাপ্তাহিক বাজার। পাশাপাশি উপজেলা রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠন সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায় কাজ করে।
বাজারে আসা লোকজনের কাছ থেকে জানা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই বাজারে এসেছে তারা।
দোকানদাররা বলেন “মোগো মাক্স পইরা দোকানদারি করতে কইছে তা মোরা মাইন্না চলি”
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন জানান “আমরা সর্বদাই মাঠে আছি,ইতিমধ্যে যারা আইন অমান্য করেছে তাদের জরিমানার আওতায় আনা হয়েছে “।
উল্লেখ্য পহেলা জুলাই থেকে করোনা ভাইরাস রোধে সারাদেশ ব্যাপি কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এতে পুলিশ সহ সেনাবাহিনী মাঠে থাকার প্রজ্ঞাপন জারি করা হয়।