বেতাগীতে ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “সারা বাংলা ৮৮ ব্যাচে”র অক্সিজেন সিলিন্ডার প্রদান
প্রকাশ: ১ আগস্ট, ২০২১, ১২:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সজল মাহমুদ,বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীেত করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন” সারা বাংলা ৮৮” নামক একটি প্রতিষ্ঠান ।
সারাদেশে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তর সংখ্যা, রোগীদের জন্য পর্যাপ্ত পরিমান অক্সিজেনের ব্যবস্থা নাই উপজেলা সদর হাসপাতালে, এটিকে মাথায় নিয়ে সারা দেশে উপজেলায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন “সারা বাংলা ৮৮ ব্যাচ” এরই ফল হিসেবে বরগুনা জেলার সারা বাংলা ‘ ৮৮ সমন্য়কারী এ কে এম জাহিদুর রহমানের সার্বিক প্রচেষ্টায় মোঃ মাহতাব উদ্দিন লিটন ও মোঃ খালেদ আহমেদ এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়,
স্বেচ্ছাসেবী সংগঠন বেতাগী জনকল্যান পরিষদ ও সাংবািদক সংগঠন বেতাগী রিপোর্টার্স ইউনিটির ইউনিটির পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্না,এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফোরকান ইসলাম ইমরাত,মো গোলাম রাব্বি,মোঃসজল মাহমুদ প্রমুখ। শনিবার সকালে কুরিয়ার সার্ভিস যোগে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহন করা হয়।
একেএম জাহিদুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সারাদেশে সাধ্যানুযায়ী অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। সিলিন্ডার স্বেচ্ছাসেবী সংগঠন বেতাগী রিপোর্টার্স ইউনিটি ও বেতাগী জনকল্যাণ পরিষদের মাধ্যমে করোনা রোগীদের সেবায় প্রদান করা হবে।