অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বোর্ড প্রধান জানালেন, ৬ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের সপ্তম আসর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, বিপিএলের পরবর্তী আসরের শুরু ও শেষের সম্ভাব্য তারিখ দুটি ঠিক করেছেন তারা।
“৩ ডিসেম্বর সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৬ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। ফাইনাল হতে পারে ১১ জানুয়ারি।”
বিপিএলের গত দুটি আসরে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। বেলুন উড়িয়ে এবং আতশবাজি পুড়িয়ে সাদামাটা ভাবে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এবার স্থানীয় ও বিদেশি তারকাদের নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএল উদ্বোধন করতে চায় বিসিবি।
ডিসেম্বরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। তবে এবারের বিপিএলের জন্য সফরটি এগিয়ে জুলাইয়ে নিয়ে আসে বাংলাদেশ। এই মুহূর্তে শ্রীলঙ্কায় সেই সিরিজে খেলছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
চলতি বছরের ৫ জানুয়ারি শুরু হওয়া ষষ্ঠ আসরের ফাইনাল হয়েছিল ৮ ফেব্রুয়ারি। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতবারের মতো এবারের আসরেও অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি।