বাড়ছে লাশের মিছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০, ১২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাজমুল সানীঃ দেশে এখন গরীব-দুঃখীদের দুর্দিন। হাজার হাজার মানুষ অর্ধাহারে, অনাহারে কোনো রকম দিন কাটাচ্ছে। কেউ পারছেনা লজ্জায় বলতে আবার পারছেনা পেটের খিদা সইতে। ক্ষুধার দুর্বিষহ যন্ত্রণায় অস্থির হয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করার কথা এবং আত্মহত্যার ঘটনাও ঘটতে দেখেছি পত্রিকা ও টেলিভিশন এর নিউজের মাধ্যমে ।
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে একটি হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনা। সবাই নির্বাক হয়েছে এই ঘটনায়।
জামালপুরে ট্রাক আটকিয়ে ত্রাণ লুটের ঘটনাও ঘটতে দেখেছি কিন্তু দুঃখের কথা হল আমাদের দেশের হত্ত্বাকর্তারা বিষয়টা আঁচ করতে পারছেন না বা করছেন না কেন জানি না।
বিশ্বের সাথে তাল মিলিয়ে মহামারী করোনা আমাদের দেশকেও গ্রাস করেছে। এর ফলে দেশের মানুষের মৃত্যুর হার হ্রাস করতে সরকার থেকে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে যার একটি হচ্ছে -“ঘরে থাকুন ,নিরাপদে থাকুন”।
মহামারী করোনা একপ্রকার ছোঁয়াছে রোগ এটি হাঁচি ও কাশির মাধ্যমে অথবা আক্রান্তর সংস্পর্শে অপর ব্যক্তি আক্রান্ত হতে পারে। এর জন্য দেশের শিল্প কারখানা ,অফিস,আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ।
করোনার বিস্তার ঠেকাতে দেশে দেওয়া হয়েছে অঘোষিত লকডাউন। এর ফলে বিপদে পরেছেন দিন মজুর, নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। এসব মানুষের জন্য সরকারীভাবে ত্রাণ বরাদ্ধ থাকলেও বিভিন্ন জেলার কিছু অসাধু চেয়ারম্যান ও মেম্বার গরীবের হক মেরে খাচ্ছে। সারা বিশ্ব আজ এক মহাদুর্যোগের মুখোমুখি এবং সর্বশক্তি দিয়ে করোনা মোকাবিলা করে যাচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলার পাশাপাশি ক্ষুধার্ত মানুষের ক্ষুদা নিবারণ এবং অর্থনীতির জটিল সমীকরণ মেলানোর চেষ্টায় অবিরত কাজ করে যাচ্ছে বিশ্ব।
প্রতিদিন বাড়ছে লাশের মিছিল দেশে দেশে। জীবন মৃত্যুর এ সন্ধিক্ষণে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। পত্রপত্রিকায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার পাশাপাশি চাল চোরের সংখ্যা বাড়ছে সেটিও প্রকাশিত হচ্ছে। যেখানে কে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত, সেখানে কী করে এরা ত্রাণের চাল চুরি করে খায় ? এদের লোভ-লালসা, লজ্জা-শরম, বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে। চাল চোরেরা কি পরিমান লুটেপুটে খাচ্ছে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। করোনা আমাদেরকে চালচোরদের মত মারাত্মক ভাইরাস গুলো চেনার সুযোগ করে দিয়েছে।
লেখকঃ
নাজমুল হক সানী
নির্বাহী সম্পাদক
বরিশাল খবর২৪.কম