সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



বাবুগঞ্জ জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২নং ওয়ার্ড আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ২ জুন, ২০২০, ১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জ জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২নং ওয়ার্ড আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।। সামাজিক দুরত্ব বজায় রেখে বাবুগঞ্জ উপজেলার বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড তিলের চর বাংলাদেশ আওয়ামী লীগের নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনে’র নেতৃত্বে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সোমবার (১লা,জুন) সকাল ১০টায় ইউনিয়নের তিলেচরে ২নং ওয়ার্ড দলীয় নতুন কার্যালয় উদ্ভোধন করেন। বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড তিলেরচর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম শিমু আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগরপুর ইউনিয়নের তিলের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন নিজস্ব বিল্ডিং এ উক্ত দলীয় কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালবাসেন তাদের জন্যই এই অফিস। তৃণমূলে যত নেতাকর্মী আছেন যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে যারা নিজেকে নিবেদিত করেন তাঁদের জন্যই এই অফিস।

তিনি বক্তেব্যের পূর্বে স্বাধীনতা মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫ এর ১৫ আগস্টে নিহত ও জাতীয় চারনেতা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার স্মরণে গভীর মাগফেরাত কামনা করেন ও উপস্থিত সকলকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

তিনি বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাইন ও হোম কোয়ারেন্টিনে, মহামারী করোনা ভাইরাস এ পরিস্থিতিতে থাকায় বেকার হয়ে যাওয়া অসহায় কর্মহীন দিনমজুর মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে আওয়ামী লীগের উদ্যোগে সব সময় জনগণের পাশে থাকার জন্য সকল নেতা কর্মীদের অনুরোধ করেন।

১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান এস.এম তারেকুল ইসলাম তারেক” তার নিজস্ব ভবন টি দলীয় কার্যালয়ের জন্য দান করেন।

চেয়াম্যান এস.এম তারেকুল ইসলাম (তারেক) বলেন, এখন হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে দলের ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বসার ঠাঁই পায় না। বিভিন্ন দল থেকে আগত বসন্তের কোকিলের মতো হাইব্রিডরা অফিসকক্ষ দখল করে বসে থাকে। কিছু নব্য আওয়ামী লীগের নেতা তাদেরকেই মূল্যায়ন করেন। কিন্তু যারা দুঃসময়ে এবং জন্মগতভাবেই বাংলাদেশ আওয়ামী লীগে আছে এরকম নেতৃাকর্মীর ঠাঁই নেই । সেই সব অবহেলিত নেতাকর্মীদের সুখ-দুঃখের কথা বলার জন্যই এই কার্যালয় উৎস্বর্গ করা হয়েছে।

তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় ভাবে আরও সংগঠিত হওয়ার সুযোগ পাবে। নতুন কার্যালয় উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন অাওয়ামীলীগ, সভাপতি মোঃইউসুফ খাঁন, সম্পাদক এম.আর বাদল বিশ্বাস, সহ-সভাপতি শহিদুল ইসলাম নান্না আকন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীসহ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও বিষয়ক সম্পাদক আজহার মাঝি, আনিচুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য হেলাল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগ নেতা মো:রাজু খন্দকার সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া