বাবুগঞ্জে গভীর রাতে ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২৭ জুন, ২০২০, ৪:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামে এক ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।নিহত লোকমান হোসেন খোকন স্থানীয় ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের ছেলে ছিলো।বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় রক্তাত্ব আহতাবস্থায় লোকমান হোসেন খোকন শুক্রবার রাত ১১টার দিকে মাধবপাশা বাজারের গ্রামীন ব্যাংকের সামনে পড়ে যায়।কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আজ সকালে মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ।এ ঘটনায় মামলা দায়ের সহ অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জাহিদ-বিন আলম।