বানারীপাড়ায় এবার দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো ২০২০’র এসএসসি পরীক্ষার্থীরা
প্রকাশ: ৮ মে, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাঈম মোঘল, বানারিপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা নিজেদের জমানো অর্থ দিয়ে শুক্রবার বিকালে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।এদিকে দুর্যোগ মুহূর্তে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর কারণে রেজাল্টের অপেক্ষায় থাকা এসএসসি পরীক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ স্থানীয় সচেতন মহল ।