বরিশাল বিভাগের ৫ টি মাদ্রাসা ও এতিমখানায় হাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কুরআন শরীফ বিতরন
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি :
চাঁদপুর ফরিদগঞ্জের সমাজসেবক সংগঠন “হাদিয়া ফাউন্ডেশন”
হাদিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় বাহরাইন প্রবাসী মোহাম্মদ মহিন এবং সৌদি প্রবাসী সজিব হোসাইনের মাধ্যমে, বাংলাদেশী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পরিচালিত সংগঠন হাদিয়া ফাউন্ডেশন৷
হাদিয়া ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক একটি দ্বীনি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান।
হাদিয়া ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে কুরআন শরীফ এবং ইসলামীক বই বিতরন করা৷
বিগত কয়েক মাস যাবত আমাদের হাদিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদ্রাসা এবং এতিমখানা গুলোতে বিনামূল্যে কুরআন শরীফ এবং ইসলামীক বই বিতরন কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও ভোলা সদরে মোট ৪ টা উপজেলার ৫ টি এতিমখানায় ৭৫ জিল কুরআন শরীফ বিতরন করা হয়েছে৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাদিয়া ফাউন্ডেশনের
বরিশাল জেলার (প্রধান জেলা কো-অর্ডিনেটর – মোঃ নাসির উদ্দিন শাহ্)
(সহকারী জেলা কো-অর্ডিনেটর – এইচ এম আবু ইউসুফ)
(ভোলা জেলার প্রধান – মোঃ রবিউল ইসলাম)
এবং আরো অন্য সদস্যগন৷
আপনারা চাইলে বিনামূল্যে কুরআন শরীফের জন্য আবেদন করতে পারেন হাদিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে বা বিস্তারিত জানতে পারেন 01308894192 নাম্বারে কল করে।
*হাদিয়া ফাউন্ডেশনের পরিচালক গন*
প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানঃ-
মোহাম্মদ মহিন, বাহরাইন প্রবাসী।
সহ – প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তাঃ-
সজিব হোসাইন, সৌদি প্রবাসী।
অর্থ ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালকঃ–
শামীম শাকিল,ঢাকা-বাংলাদেশ।