বরিশাল ও ঝালকাঠীতে জাতীয় পার্টি জেপির তৎপরতা : সাংগঠনিক কর্মকান্ড চাঙ্গা
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২, ১১:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরিশাল ব্যুরো :
জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য,সাবেক ছাত্র নেতা ,বিশিষ্ট সমাজ সেবক ,রাজাপুরের কৃতি সন্তান আলহাজ্ব জাকির হোসেন সুলতান বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক হওয়ার পরেই ব্যাপক কর্মকান্ড শুরু করেছেন। ইতিমধ্য পরিচিতি সভাসহ ব্যাপক সাংগঠনিক কর্মকান্ড হাতে নিয়েছেন।
সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও ঝালকাঠির ১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ব উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলেও জানান সাংবাদিকদের।
তিনি ১৯৮৮ সালে জাতীয় ছাত্র সমাজের রাজাপুর উপজেলা কমিটির বিভিন্ন দ্বায়িত্ব দায়িত্ব পালনের মাধ্যমে রাজনৈতিক মাঠে রয়েছেন। রাজনৈতিক মাঠ থেকে তিনি কখনো পিছ পা হোননি। এলাকায় অসহায় দুস্থ্য মানুষের পাশে ছিলেন। তিনি ঝালকাঠী জেলার বিভিন্ন স্থানে করোনাকালীন সময়েও সাহায্য সহযোগীতা করেছেন। তিনি সকলের পরিচিত মুখ। নির্লোভ নিরহংকারী এই মানুষটি মানুষ ও দেশের কল্যানে কাজ করতে চান।
ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় ছাত্র সমাজ,১৯৯৫ সালে জাতীয় যুব সংহতি,২০০১ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ খুলনা,বরিশাল,ঝালকাঠীতে জেপির গুরুত্বপুর্ন পদে ছিলেন। আন্দোলনে রাজপথের প্রথম সারির নেতা হিসেবে ছিলেন সব সময়ই।বর্তমানে রাজনীতি ছাড়াও তিনি অনেক সামাজিক, মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। আলহাজ্ব জাকির হোসেন সুলতান সাংবাদিকদের বলেন,মানুষের পাসে থাকা ,অবহেলিত জনপদের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডই মানুষকে বাঁচিয়ে রাখে আজীবন। রাজনৈতিক জীবনকে অর্থবহ করতে হলে সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সাধারণ মানুষের ও জনগনের পাশে থাকতে হবে। তিনি বলেন মানুষের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজ করবো। কাজ কর্মে অন্যান্য নজির সৃস্টি করবো ইনশাআল্লাহ।